হাওর উন্নয়ন পরিষদের উদ্যোগে হাওর উন্নয়নে বিভিন্ন দাবি বাস্তবায়নে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার দুপুরে জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো শহিদুল ইসলাম চৌধুরী।
স্মারকলিপিতে প্রধানমন্ত্রী বরাবরে বিভিন্ন দাবি পেশ করা হয়। এসব দাবির মধ্যে রয়েছে, হাওর উন্নয়ন মন্ত্রণালয় গঠন, বিভিন্ন খাল বিল ইজারা প্রদান বন্ধের মাধ্যমে মাছের প্রজনন বৃদ্ধি, সহজশর্তে কৃষি ঋণ প্রদান, স্বল্পমূল্যে সার, বীজ ও কীটনাশক প্রদান, প্রতি মণ ধানের মূল্য ১০০০ টাকা নির্ধারণ, ১৫ই ফেব্রুয়ারির মধ্যে হাওরে বেরিবাঁধ নির্মাণ সম্পন্ন করা, বৈজ্ঞানিক পদ্ধতিতে ৯০ দিনের মধ্যে ফসল ঘরে তোলা যায় এমন ধরনের ধান বীজ আবিষ্কারে কার্যকরী উদ্যোগ গ্রহণ, ক্ষতিগ্রস্ত কৃষকদের রাষ্ট্রীয়ভাবে ভর্তুকি প্রদান, নদী, নালা, খাল ও বিল খননের মাধ্যমে হাওরকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা ইত্যাদি।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, হাওর উন্নয়ন পরিষদের উপদেষ্টা ড আর কে ধর, উপদেষ্টা ও আতাউর রহমান, আহবায়ক মনোরঞ্জন তালুকদার, সদস্য সচিব মো খালেদ মিয়া, এপিপি অ্যাডভোকেট রাসিদ সাঈদা খানম, যুগ্ম আহবায়ক মো কামরুজ্জামান, যুগ্ম আহবায়ক এনামুল হক লিলু, সহকারী অধ্যাপক ইসলাম উদ্দিন, মো জাহাঙ্গীর আলম, সদস্য শফিকুর রহমান, মো তোফায়েল আহমদ, মো লাল মিয়া, মাওলানা হাবিবুর রহমান রশিদী, মামুন আহমেদ, রূপক রায় প্রমুখ।
Leave a Reply