নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদফতরের ৭০৫৯ জন ওয়ার্ক-চার্জ শ্রমিক-কর্মচারীকে নিয়মিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ ও হাইকোর্টের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে।
এই আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশ সড়ক ও জনপথ কর্মচারী ইউনিয়নের ডাকে মঙ্গলবার সারা দেশে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়।
সকালে সিলেটে সংগঠনের জেলা সভাপতি এজাজ আহমেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক মমিনুল হক ইলিয়াছি, জ্যেষ্ঠ সহ সভাপতি রুস্তম খান, সহ সভাপতি মফিজুর রহমান ভূঞা, এ বি এম বাচ্চু মিয়া, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, সহ সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক সামছুর রহমান, হুমায়ুন কবির, প্রচার সম্পাদক মোসলিম উদ্দিন ভূঞা ও সমাজকল্যাণ সম্পাদক মোতাহের হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাফায়েত শাহেদুল আলমের কাছে স্মারকলিপিটি তুলে দেন।
Leave a Reply