সিলেটের গোলাপগঞ্জে এলপিজি ও কেটিএল প্ল্যান্ট চালুর দাবিতে এবং কৈলাশটিলা এমএসটিই গ্যাস ফিল্ডে এনজিএল পুড়িয়ে ধ্বংসের প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো গোলাম কবিরের মাধ্যমে এই স্মারকলিপি দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, এলপিজি ও কেটিএল প্ল্যান্টে উৎপাদন বন্ধ থাকায় সরকার রাজস্ব হারাচ্ছে। ধ্বংস হচ্ছে সরকারি সম্পদ। সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে কোনো মহল ষড়যন্ত্র করছে কি না তা খতিয়ে দেখা দরকার। না হলে ক্ষতির পরিমাণ বাড়তেই থাকবে।
এর আগে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি নেতা মহিউস সুন্নাহ নার্জিস ও জাতীয় পার্টি নেতা মজির উদ্দিন চাকলাদার।
Leave a Reply