সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল (কর্মচারী) নিয়োগ বিধিমালা-২০১৬ খসড়াতে নিবন্ধিত ‘এ’ ক্যাটগরির চিকিৎসকদের অন্তর্ভুক্তির দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেয়া হয়েছে।
মঙ্গলবার সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ সিলেট জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ সিলেটের নাক, কান, গলা ও চক্ষু রোগ বিভাগের প্রভাষক ডা মো জালাল উদ্দিন, সার্জারি বিভাগের প্রভাষক ডা আক্তার হোসেন, ইউনানী ঔষধ প্রস্তুত বিভাগের প্রভাষক ডা সবিত কুমার দাশ, ফরেন্সিল মেডিসিন বিভাগের প্রভাষক ডা মো ছামিউর রহমান, মেডিকেল কর্মকর্তা ডা মো শাহিন মিয়া, ডা সহির উদ্দিন, ডা আব্দুল ওয়াদুদ, ডা বিপ্লব আচার্য, ডা জেবা বেগম প্রমুখ।
Leave a Reply