সুনামগঞ্জ প্রতিনিধি : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান, সব কাজের কেন্দ্রে যেন সাধারণ মানুষ থাকে। তাই প্রতিটি প্রকল্প অনুমোদনের আগে সাধারণ মানুষের কল্যাণ সম্পর্কে নিশ্চিত হন।
শুক্রবার সকালে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক আব্দুল আহাদ। বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার ও পুলিশ সুপার মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফয়জুর রহমান। সঞ্চালনায় ছিলেন, সহকারী শিক্ষক ঝলক রঞ্জন তালুকদার।
পরে পরিকল্পনা মন্ত্রী সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
Leave a Reply