সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাও খেলাধুলা ভালবাসেন। তাই দেশের ক্রীড়াঙ্গনে এত উন্নয়ন হয়েছে। ক্রিকেট সহ বিভিন্ন খেলার বিশ্বআসর এখন বাংলাদেশকে বাদ দিয়ে কল্পনাই করা যায়না।
তিনি আরও বলেছেন, খেলাধুলা মানুষকে মাদক সহ সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। মানুষের মনে ভ্রাতৃবোধ সৃষ্টি করে। শরীর গঠনে গূরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বুধবার সকালে সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসন আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পালের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান, সহকারী কমিশনার-ভূমি ফাতেমা-তুজ-জোহরা, থানার ওসি শামীম মুসা, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছয়ফুল হক, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা ও রামপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর। স্বাগত বক্তব্য রাখেন, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল ইসলাম।
উদ্বোধনী খেলায় লামাকাজী ইউনিয়ন ফুটবল দল ২-১ গোলের ব্যবধানে খাজাঞ্চী ইউনিয়ন ফুটবল দলকে হারিয়ে শুভ সূচনা করে।
Leave a Reply