নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটবাসীকে উন্নয়ন দিয়েছেন, তাই সিলেটবাসী তাকে সম্মান জানাবেন। এ জন্যে অতীতের যেকোন সময়ের চেয়ে বেশি সংখ্যায় যোগ দেবেন তার জনসভায়। নতুন বছরে তিনিও সিলেটবাসীর জন্যে অনেক উপহার নিয়ে আসছেন।
শনিবার বিকেলে সিলেট সার্কিট হাউসে প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে বিভিন্ন সরকারি দফতর প্রধান এবং আওয়ামী লীগ ও পেশাজীবী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সিলেট সফর সফল করতে সবার প্রতি আহ্বান জানান।
নুরুল ইসলাম নাহিদ বলেন, দেশ এগিয়ে যাচ্ছে মহান মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের দিকে। বাংলাদেশের উন্নয়নের কথা গোটা বিশ্ব স্বীকার করছে।
তিনি বলেন, আগামী বছরের মধ্যে দেশের প্রতিটি গ্রাম বিদ্যুতায়নের আওতায় আসবে। সরকার বিদ্যুৎ খাতকে অধিক গুরুত্ব দিচ্ছে। কারণ বিদ্যুৎ ছাড়া বিনিয়োগ হয়না। বিনিয়োগ না হলে উন্নয়ন হয়না-কর্মসংস্থান হয়না।
শিক্ষামন্ত্রী বলেন, ডিজিটাল শব্দ নিয়ে অনেকে মশকরা করেছিলেন। এখন ডিজিটাল বাংলাদেশ একটি বাস্তবতা। এর সুফল সবাই ভোগ করছেন।
তিনি বলেন, অপপ্রচার চালানো হয়েছিল, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দেশে মাদরাসা থাকবেনা। অথচ শেখ হাসিনার সরকারই মাদরাসা শিক্ষার উন্নয়ন করেছে-পাকা ভবন নির্মাণ করেছে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক রাহাত আনোয়ার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, মহানগর পুলিশের উপ কমিশনার বাসুদেব বণিক, পুলিশ সুপার মনিরুজ্জামান ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রুবি ফাতেমা ইসলাম। এছাড়া বিভিন্ন সরকারি দফতর প্রধান নিজ নিজ দফতরের কাজের অগ্রগতি তুলে ধরেন।
Leave a Reply