সুনামগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে সুনামগঞ্জ জেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সরকারি ও বেসরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ তুলে ধরেন. অতিরিক্ত জেলা প্রশাসক অসীম কুমার বণিক।
পরে, নারীর ক্ষমতায়ন, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সবার জন্য বিদ্যুৎ নিয়ে-এই উদ্ভাবনী উদ্যোগগুলোর লক্ষ্য, এ পর্যন্ত অর্জন ও আগামীদিনে করণীয় নিয়ে আলোচনা করা হয়।
Leave a Reply