প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ‘নৌকা’র জয় নিশ্চিতে আন্তরিকভাবে কাজ করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী উদাত্ত আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, নির্বাচিত হলে সিসিকের নতুন ওয়ার্ডগুলোর অবহেলিত অংশগুলোকে শনাক্ত করে টেকসই উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাবেন।
শনিবার, ১০ জুন বিকেলে মহানগরীর ছিটাগোটাটিকর এলাকায় ৪০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনী কর্মী সভায় তিনি বক্তব্য রাখছিলেন।
বীর মুক্তিযোদ্ধা হরমোহন বিশ্বাসের সভাপতিত্বে এবং নিশি চন্দ্র বিশ্বাস ও স্বপন গোস্বামীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই সিলেটের উন্নয়নের ব্যাপারে আগ্রহী। সিলেটবাসীর প্রতি নানা কারণে তার বিশেষ দুর্বলতা আছে। তাই সিলেটবাসীর কল্যাণে তিনি সবসময় নিবেদিতপ্রাণ একজন মানুষ। সিলেট সিটি করপোরেশনের উন্নয়নে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও তার ভাই বর্তমান পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেনের চেষ্টায় প্রধানমন্ত্রী শ শ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন; কিন্তু সেই অর্থের সদ্ব্যবহার না হওয়ায় সিসিকের অধিবাসীরা যে তিমিরে ছিলেন সেই তিমিরেই রয়ে গেছেন।
তিনি বলেন, ‘এ অবস্থা থেকে উত্তরণ ও এই অবহেলিত অঞ্চলের উন্নয়নে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো। জনগণের ট্যাক্সের প্রতিটি টাকার সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিতে প্রধানমন্ত্রী আমাকে মেয়র হিসাবে মনোনয়ন দিয়েছেন। আমি জানি, আপনারা আমার জন্য যেমন আন্তরিক তেমনি প্রধানমন্ত্রী ও নৌকার জন্যও আন্তরিক। নির্বাচনী বাতাস বইতে শুরুর পর থেকেই আপনাদের আন্তরিকতা ও প্রচারণার ক্ষেত্রে বহুমুখী তৎপরতার বিস্তারিত তথ্য আমি জানি। সেজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’
আনোয়ারুজ্জামান আরও বলেন, এখন প্রচারণার সময় শেষের দিকে। এ অবস্থায় আমাদের হেলাফেলা বা আত্মতৃপ্তির কোন সুযোগ নেই। ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে। শেখ হাসিনার উন্নয়নের বার্তা তাদের কাছে পৌঁছে দিয়ে সিলেট সম্পর্কে তার আন্তরিকতার বিষয়টি বুঝাতে হবে। তাহলে অবশ্যই আমরা সফল হবো। শেখ হাসিনার হাতে সিলেট সিটি করপোরেশনের মেয়রের চেয়ারটি তুলে দিতে সক্ষম হবো। নৌকার জয়ের মাধ্যমেই তা সম্ভব হবে।’
এ সময় আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সিলেট জেলা যুগ্মসাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ছালেহ আহমদ হীরা, দফতর সম্পাদক জগলু চৌধুরী, সদস্য আমাতুজ জোহরা রওশন জেবিন, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাজেদা পারভীন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমদ, রবিন বিশ্বাস, সুদীপ বিশ্বাস, অমিত বিশ্বাস, জ্যোতিষ বিশ্বাস, কানু বিশ্বাস, মনোরঞ্জন বিশ্বাস, গুণমনি বিশ্বাস, সবুজ কুমার বিশ্বাস প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply