নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফর সফল করতে বিভাগের ৪ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সকল সংসদ সদস্য, সংসদ সদস্য পদপ্রার্থী, সিটি ও পৌর মেয়র, জেলা পরিষদ, উপজলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে নিয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
মহানগরীর আরামবাগ-খরাদিপাড়া এলাকায় আমানুল্লাহ কনভেনশন হলে বুধবার, ১৩ ডিসেম্বর দুপুরে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সরকারি আলিয়া মাদরাসা ময়দান পরিদর্শন করেন।
এ দিকে মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের জেলা সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান ও মহানগর সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতা সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দান পরিদর্র্শন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০ ডিসেম্বর সিলেট সফরকালে হজরত শাহজালাল (র) ও হজরত শাহপরান (র) মাজার জিয়ারত শেষে ঐতিহাসিক এ মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় প্রচারণা শুরু করবেন।
এছাড়া বিকেলে জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সিলেটে স্বাগত জানিয়ে শোভাযাত্রা বের করে।
শোভাযাত্রাটি জেলা পরিষদ ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক ও জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান অংশে নেন।
Leave a Reply