নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফর ও সরকারি আলিয়া মাদরাসা মাঠের জনসভা সফল করার লক্ষ্যে জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগের যৌথ বিশেষ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে এই প্রতিনিধি সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি সাফিয়া খাতুন। প্রধান বক্তা ছিলেন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম। বিশেষ অতিথি ছিলেন, সহ সভাপতি কোহিনূর বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন রোকসানা ও শিখা চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক দিলরুবা জামান শেলী ও শেখ আনারকলি, সমাজকল্যাণ সম্পাদক ড সেলিনা আক্তার, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক ও সিলেট মহানগর সভাপতি সিটি কাউন্সিলর শাহানারা বেগম। সভাপতিত্ব করেন, জেলা সভাপতি রুবি ফাতেমা ইসলাম। পরিচালনা করেন, মহানগর সাধারণ সম্পাদক আছমা কামরান ও জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালমা সুলতানা।
Leave a Reply