নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফরকে সামনে রেখে জেলা প্রশাসক ব্যবসায়ী ও পরিবহণ মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।
সোমবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে পুলিশ সুপার মনিরুজ্জামান, মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বাসুদেব বণিক, উপ কমিশনার রেজাউল করিম, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সভাপতি আল আজাদ এবং আটাব চেয়ারম্যান আব্দুল জব্বার জলিলও উপস্থিত ছিলেন।
ব্যবসায়ী ও পরিবহণ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি এমদাদ হোসেন ও সিলেট বিভাগ পরিবহণ শ্রমিক ফেডারেশনের সভাপতি সেলিম আহমদ ফলিক।
মতবিনিময় সভায় উপস্থিত সবাই প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সিলেট মহানগরীকে উৎসবের নগরীতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply