নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফর সফলে জেলা প্রশাসনের প্রস্তুতি চলছে।
এই প্রস্তুতির অংশ হিসেবে প্রায় প্রতিদিনই জেলা প্রশাসক মতবিনিময় করছেন বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সাথে।
এর ধারাবাহিকতায় বুধবার জেলা প্রশাসক মো জয়নাল আবেদীন জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মতবিনিময় করেন উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবদের সাথে। এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, কার্যনির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ সভাপতি আশফাক আহমদ, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক দেবজিৎ সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী প্রমুখ।
মতবিনিময় সভায় উপস্থিত জনপ্রতিনিধিরা দলমত নির্বিশেষে সিলেটের স্বার্থে প্রধানমন্ত্রীর সফর সফল করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Leave a Reply