বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমন উপলক্ষে ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে মহানগরীর গোটাটিকর ওয়ার্ড আওয়ামী লীগের অস্থায়ী কার্র্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন ইরান। প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সদস্য আজম খান। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল জলিল ময়না, আব্দুল মান্নান, মুহিবুর রহমান শাহাজান, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শমসের সিরাজ সুহেল, যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ ও বিলাল আহমদ। সাধারণ সম্পাদক মো ছয়েফ খানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আব্দুল আহাদ, আব্দুস সালাম উজ্জল, আপ্তাব মিয়া, আবুল খান, লক্ষণ কর, আমিনুর রহমান, মোস্তাক খান, মাহতাব উদ্দিন জয়েন, মইনুল ইসলাম, রিয়াজ উদ্দিন, আব্দুল মতিন চৌধুরী, ফয়সল আহমদ, মুক্তাদির আলী, ফজলুল হক ফজলু, সহির উদ্দিন, শ্রীদাস কুমার পাল, বিনেশ কর দুলু, আব্দুল আজিজ হাবান, সাবান মিয়া, রাখাল দেব, নজর আহমদ, যুবলীগ সভাপতি গুলজার আহমদ জগলু ও শ্রমিক লীগ সভাপতি আব্দুল জলিল।
প্রস্তুতি ২১শে নভেম্বর দক্ষিণ সুরমার হবিনন্দী কুশিঘাট থেকে দুপুর ১২টায় প্রচার মিছিল বের করার সিদ্ধান্ত নেয়া হয়।
Leave a Reply