নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে সামনে রেখে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার আলোচনা সভা ও পরিচিতি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ। প্রধান বক্তা ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি চিত্র নায়ক বীর মুক্তিযোদ্ধা ফারুক। বিশেষ অতিথি ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক প্রিন্স সদরুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের মহানগর ডেপুটি কমান্ডার আব্দুল খালিক ও তথ্য ও গবেষণা সম্পাদক তপনমিত্র। সভাপতিত্ব করেন, আয়োজক সংগঠনের সভাপতি বেলাল আহমদ। পরিচালনায় ছিলেন, সাধারণ সম্পাদক এইচ আর শাকিল।
Leave a Reply