ছাতক প্রতিনিধি : সিলেট বিভাগের একমাত্র বিজনেস ডেলিগেট হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে জাতিসংঘের ৭২তম অধিবেশনে যোগ দিয়েছেন ছাতক লাইমস্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের সভাপতি ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী।
সিলেট ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের আর কোন প্রতিনিধি এ অধিবেশনে যোগ দেয়ার সুযোগ পাননি। তবে এফবিসিসিআইর পরিচালক হিসেবে অধিবেশনে যোগ দিয়েছেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সালেহ উদ্দিন আলী আহমদ।
বিজনেস ডেলিগেট হিসেবে আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী ২য় বারের মতো প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হলেন। এর আগে তিনি ভারত সরকারের আমন্ত্রণে বিজনেস ডেলিগেট হিসেবে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে ভারতের দিল্লিতে একটি অধিবেশনে যোগ দিয়েছিলেন।
Leave a Reply