নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর মঙ্গলবারের সিলেট সফরকে সামনে রেখে জেলা ও মহানগর যুবলীগ ও ছাত্রলীগ প্রচার মিছিল করেছে।
রবিবার বিকেলে মহানগরীর রেজিস্টারি মাঠ থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলটি সরকারি আলিয়া মাদরাসা ময়দানে গিয়ে পথসভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদের সভাপতিত্বে এবং বিপ্লব কান্তি দাস, মুহিবুর রহমান মুহিব ও তাহমিদ আহমদ নাদেলের যৌথ পরিচালনায় আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের ওসমানীনগর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক আব্দাল মিয়া, বিশ্বনাথ উপজেলার সাবেক সভাপতি মজম্মীল আলী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ।
Leave a Reply