শ্রীকান্ত পাল, জকিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান ভারত সফরে কুশিয়ারা নদীর পানি বণ্টন সংক্রান্ত সমঝোতা স্মারক সইয়ের সুবাদে সিলেটের জকিগঞ্জে রহিমপুরী খাল সেচ প্রকল্প বাস্তবায়নের বাধা অপসারিত হলো। সম্ভাবনা উজ্জ্বল হলো উপজেলাবাসীর স্বপ্ন পূরণের। তাই যেমনি এলাকার সর্বস্তরের মানুষ তেমনি প্রকল্প সংশ্লিষ্ট সবাই স্বস্তিবোধ করছেন।
আধুনিক কৃষি ও চাষাবাদের যুগেও জকিগঞ্জে গড়ে উঠেনি কোন সেচ প্রকল্প। তবে খাদ্য নিরাপত্তার অংশ হিসাবে অনাবাদি জমি চাষের আওতায় আনতে ২০১১ সালে উপজেলার রহিমপুরী খালে পাম্প হাউস নির্মাণের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। এ সেচ প্রকল্পের অধীনে জকিগঞ্জ ছাড়াও বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার প্রায় ১০ হাজার ৬০০ হেক্টর জমি বোরো ধান ও মৌসুমী ফসল উৎপাদনের আওতায় আসার কথা রয়েছে।
আপার সুরমা কুশিয়ারা প্রকল্পের অধীনে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে ২০০১ সালে শুরু হয় কাজ। প্রকল্প এলাকাকে সেচ সুবিধা ও পানি নিষ্কাশনের আওতায় আনতে খনন করা হয় বেশ কয়েকটি খাল। ২০১১ সালে মূল প্রকল্প পাম্প হাউস ও রহিমপুরী খাল খনন শুরু করে পানি উন্নয়ন বোর্ড; কিন্তু ২০১৬ সালে কাজ শেষ হলেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের বাধার কারণে কুশিয়ারা নদীর সাথে সংযোগ স্থলের বাঁধ (ইনটেক চ্যানেল) কাটা যায়নি।
ইনটেক চ্যানেলের ৪১০ মিটারের মধ্যে ৩২৫ মিটার কাটা সম্পন্ন হলেও কুশিয়রা নদীর সঙ্গে রহিমপুরী খালের সংযোগস্থলে বাঁধটি কাটতে গিয়ে বিএসএফের বাঁধার মুখে পড়ে পানি উন্নয়ন বোর্ড। ফলে সেচ প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে যায়।
প্রায় ১১ বছর ধরে উৎস মুখ বন্ধ থাকায় মরাখালে পরিণত হয় দীর্ঘ রহিমপুরী খালটি। এই খালটি কুশিয়ারা নদী থেকে শুরু হয়ে তালনদী ও চিকানালা নাম নিয়ে বিয়ানীবাজার উপজেলায় সদাখাল নামে প্রবাহিত হয়েছে।
সেচ প্রকল্পটির মূল উদ্দেশ্য ছিল, প্রায় ৫৪ হেক্টর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন সুবিধাসহ প্রায় ১০ হাজার ৬০০ হেক্টর জমি চাষের আওতায় নিয়ে আসা। এর আওতায় নির্মাণ করা হয় প্রায় ১৪৬ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, ৪৮ দশমিক ৫০ কিলোমিটার নিষ্কাশন খাল ও ৩৯ দশমিক ৫০ কিলোমিটার সেচ খাল। তাই প্রকল্পটি বাস্তবায়নে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী ব্যাপক তৎপরতা চালাতে থাকেন।
এর ফলশ্রুতিতেই প্রধানমন্ত্রীর ভারত সফরের আলোচ্যসূচিতে গুরুত্ব পায় জকিগঞ্জের এই সেচ প্রকল্পটি। সুফলও এসে গেছে। প্রথমেই স্বাক্ষরিত ৭টি সমঝোতা স্মারণের শীর্ষে রয়েছে কুশিয়ারা নদীর পানি বণ্টন। ফলে মুখ থুবড়ে পড়ে থাকা প্রকল্পটি এবার কেবল মাথা উঁচু করে দাঁড়াবেনা-বাস্তবায়িত হয়ে দেশের কৃষিখাতের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে বলে সংশ্লিষ্ট সবাই মনে করছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম অভিন্ন সীমান্ত নদী কুশিয়ারার পানি বণ্টন নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের একটি বড় অর্জন বলে আখ্যায়িত করেছেন।
Leave a Reply