সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান বলেছেন, আওয়ামী লীগ সরকার ছাড়া অস্বচ্ছল আর অসুস্থ মানুষদের চিকিৎসা বাবদ এত অনুদান কেউ দেয়নি।
জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবার প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিনহা। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, সিলটিভির প্রধান সম্পাদক আল আজাদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদিন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি কাউন্সিলর অ্যাডভোকেট সালমা সুলতানা ও দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রইছ আলী। পরিচালনায় ছিলেন, জেলা পরিষদের সদস্য মতিউর রহমান।
১৫ জনকে এই অর্থ সাহায্য দেওয়া হয়।
Leave a Reply