নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে ‘করোনা’য় আক্রান্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, সিলেট সিটি করপোরেশনের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে চিকিৎসার জন্যে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার সকালে পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন প্রধানমন্ত্রীকে বদর উদ্দিন আহমদ কামরানের শারীরিক অবস্থার কথা জানালে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এর পরিপ্রেক্ষিতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এয়ার অ্যাম্বুলেন্স ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বদর উদ্দিন আহমদ কামরানকে ঢাকায় নিয়ে যায়। তার প্লাজমা থেরাপি প্রয়োজন বলে চিকিৎসকরা জানিয়েছেন। ‘করোনা’ থেকে সুস্থ উঠা ‘এ পজিটিভ’ রক্ত গ্রুপের কেউ প্লাজমা দিতে পারেন। এজন্য যুবলীগ নেতা মেহেদী কাবুলের সাথে ০১৭১২৭৮২৫৮৫ নম্বর ফোনে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply