নিজস্ব প্রতিবেদক : খাদিজা বেগম নার্গিস এখনও পুরোপুরি সুস্থ হয়নি। তাই মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখে আদালতে হাজির হতে পারবে কি না এ নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো রবিবার মামলার সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিনে সাক্ষ্যগ্রহণ শেষে সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেন ১৫ই ডিসেম্বর। সেই সাথে ঐদিন খাদিজাকে আদালতে হাজির করার নির্দেশ দেন।
এ প্রসঙ্গে সাংবাদিকরা খাদিজা বেগম নার্গিসের বাবা মাসুক মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, তার মেয়ে এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠেনি। হাঁটতে পারছেনা। কথা বলছে আস্তে আস্তে। তবে আশা প্রকাশ করেন, খুব শিগগির সে সবার সামনে এসে দাঁড়াবে।
তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। কৃতজ্ঞতা প্রকাশ করেন সাংবাদিক, আইনজীবী ও সাধারণ মানুষ সহ দেশ-বিদেশের সকলের প্রতি। আদালতের কার্যক্রমেও সন্তোষ প্রকাশ করেন।
খাদিজা হত্যা চেষ্টা মামলায় মাসুক মিয়া ন্যায় বিচার প্রাপ্তির ব্যাপারেও আশা প্রকাশ করেন।
Leave a Reply