সিলেটে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ নেতারা নিজ নিজ অবস্থান থেকে মানুষের সেবা ও কল্যাণে কাজ করছেন।
বুধবার রাতে মহানগরীর দক্ষিণ সুরমা কদমতলী পয়েন্টে ২৬ নম্বর ওয়ার্ডে বন্যার্তদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেটে সিটি করপোরেশনের প্যানেল মেয়র, মহানগর আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ তৌফিক বকস লিপনের আয়োজনে ও সভাপতিত্বে এবং জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেনের পরিচালনায় এ সময় আরও বক্তব্য রাখেন, ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এন ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সদস্য আব্দুল খালিক তেরু, ছাত্রলীগ নেতা খাজেদ আহমদ, আলী নেওয়াজ সামি, ওয়ার্ড সচিব সুলতান আহমদ প্রমুখ।
১৫ শতাধিক পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply