প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে সিলেট সদর, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, কোম্পানীগঞ্জ ও বিশ্বনাথ উপজেলার বন্যা কবলিত মানুষের মাঝে ১ হাজার ৫০০ প্যাকেট রান্নাকরা খাবার ও ৫০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার, ২১ জুন বিকেলে জেলা প্রশাসক শেখ রাসেল হাসান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেনসহ কোম্পানীগঞ্জ উপজেলায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান কানাইঘাট উপজেলায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ এস এম কাসেম বিশ্বনাথ উপজেলায়, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) হোসাইন মো আল জুনায়েদ জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় এবং সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার সিলেট সদর উপজেলায় খাদ্য বিতরণ করেন।
এ সময় সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, স্থানীয় জনপ্রতিনিধি এবং জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। তথ্য বিবরণী
Leave a Reply