হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো আবু জাহির বলেছেন, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজীবন এলাকায় উন্নয়ন করে যেতে চান।
অ্যাডভোকেট মো আবু জাহির আরও বলেছেন, এ পর্যন্ত তিনি যত উন্নয়ন করেছেন সে জন্যে কৃতিত্বের দাবিদার তার এলকার জনগণ।
বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামে হাজী চেরাগ আলী কলেজকে এমপিওভুক্ত করায় তাকে দেওয়া গণসংর্ধনা অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখছিলেন।
কলেজ গভর্নিং বডির সভাপতি আছিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা শ্রমিক লীগের সভাপতি মো আরব আলী, রিচি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আব্দুর রহিম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো আব্দুর রহমান, অগ্নিকোণা পঞ্চায়েতের সভাপতি আরব আলী, রিচি সমাজকল্যাণ যুব সংঘের ভারপ্রাপ্ত সভাপতি বরকত আলী ও সাধারণ সম্পাদক জিতু মিয়া। স্বাগত বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ মো মহির উদ্দিন।
Leave a Reply