সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় মহানগরীর রাজারগল্লি এলাকায় সিসিকি কাউন্সিলর সালমা সুলতানার কার্যালয়ে বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে ১৫০ পরিবারের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাজনীন হোসেন, মহিলা আওয়ামী লীগের ভারপ্রপ্ত সভাপতি সালমা বাসিত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালমা সুলতানা, সহসভাপতি বিলকিছ নূর, আছিয়া শিকদার, যুগ্মসাধারণ সম্পাদক মাধুরী গুণ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাজেদা পারভীন, নাছিমা আক্তার কনা, নাসরিন বেগম, মিলন বেগম, শিবলী বেগম প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply