মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে এতিমদের মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে সিলেট সদর উপজেলার আখালিয়া বড়গুলে হযরত শাহ ওলিউল্লাহ (র) জামেয়া ইসলামিয়া রইছুল উলুম মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা। বিশেষ অতিথি ছিলেন, জালালাবাদ থানার জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মতিয়ার রহমান, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জুনু মিয়া ও ইতালি প্রবাসী মোজ্জাকির আহমদ। সভাপতিত্ব করেন, মাদরাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা ও মুহতামিম মাওলানা হাফিজ রইছ উদ্দিন। পরিচালনায় ছিলেন, সিলেট ট্যুরিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক শাহীন আহমদ।
Leave a Reply