পলি রায়, সুনামগঞ্জ : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক-আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির জন্যেই বাংলাদেশ পুলিশ, র্যাব ও বিজিবিসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা একই প্ল্যাটফর্মে আসায় দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমন সম্ভব হয়েছে।
তিনি আরও বলেছেন, বাংলাদেশ পুলিশ একটি পেশাদার বাহিনী। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্সের আলোকেই প্রতিটি পুলিশ সদস্য পেশাদারিত্ব পালন করছে।
শুক্রবার সকালে সুনামগঞ্জ শহরের ওয়েজখালি এলাকায় পুলিশ লাইন্সে ক্রীড়া কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আইজিপি কথা বলছিলেন।
তিনি বলেন, স্বরাষ্টমন্ত্রীর নির্দেশনায় জেলা ও উপজেলা প্রশাসন এবং দেশের মানুষের সহযোগিতায় জঙ্গীবাদ নির্মূলে পরিপূর্ণভাবে সফলতা এসেছে।
পুলিশ একটি পেশাদার বাহিনী হিসেবে স্থানীয় নির্বাচন হোক আর জাতীয় নির্বাচন হোক দায়িত্ব সঠিকভাবে পালনে বদ্ধপরিকর। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেভাবে নিয়ন্ত্রণে আছে আগামীতেও থাকবে বলে তিনি নিশ্চিত করেন।
আইজিপি আরও বলেন, জঙ্গিরা নাশকতার পরিকল্পনা হাতে নেওয়ার আগেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তথ্য পেয়ে সেই পরিকল্পনা নস্যাৎ করে জঙ্গিদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, পুলিশ ট্রেনিং সেন্টার ইন সার্ভিসের এসপি নিকুলিন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুমন মিয়া ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো ইখতিয়ার উদ্দিন চৌধুরী।
Leave a Reply