নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বাদ জোহর হযরত শাহজালাল (র) দরগা মসজিদে আয়োজিত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সদর উপজেলা সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ও অন্যান্য নেতাকর্মী।
পরে শেখ হাসিনার সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করে দোয়া করা হয়।
সুনামগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে ২ শতাধিক দুস্থ ও এতিম শিশুর মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের হাছন নগরে সরকারি শিশু পরিবারের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমেদ, সদস্য নূরুল ইসলাম বজলু, সীতেশ তালুকদার মঞ্জু ও অরুণ কুমার দাস।
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে শেখ হাসিনার ৭১তম জন্মদিন ও জনগণের ক্ষমতায়ন দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে জেলা যুবলীগ বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের শহীদমিনার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহর ঘুরে পৌর পার্কে এসে শেষ হয়।
এরপর জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনের সঞ্চালনায় এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, সাবেক সংসদ সদস্য হুসনে আরা ওয়াহিদ ও পৌর মেয়র ফজলুর রহমান।
পরে শেখ হাসিনার জন্মদিনের কেক কাটা হয়।
Leave a Reply