প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন উপলক্ষে সিলেট মহানগরীর কাজিরবাজারের মৎস আড়তদার সমবায় কল্যাণ সমিতির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ জোহর সংগঠনের নতুন কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ জীবন কামনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের রূহের মাগফেরাত কামনা করা হয়।
ব্যবসায়ী ফয়জুল হকের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন পশ্চিম কাজিরবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মোনাইম আহমদ। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী কবির আহমদ শিপু, নিজাম উদ্দিন, সাদিক আহমদ, রেদওয়ান আহমদ বাপ্পি, মকবুল হোসেন, সালাম আহমদ, সাকির আহমদ, খালেদ হোসেন, মোহাম্মদ সায়েম শাহ প্রমুখ।
Leave a Reply