সিলেট সদর উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আশফাক আহমদ বলেছেন, ২৩শে নভেম্বর সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে হবে। প্রমাণ করতে হবে সিলেটের মাটি শেখ হাসিনার ঘাঁটি। তাই তার আগমনে গণজোয়ার সৃষ্টি করতে হবে।
রবিবার সন্ধ্যায় মহানগরীর আম্বরখানায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি মখলিছুর রহমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কান্দিগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো নিজাম উদ্দিনের পরিচালনায় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক প্রচার-প্রচারণার লক্ষ্যে কর্মীসভা করার সিদ্ধান্ত নেয়া হয়।
এ সিদ্ধান্ত অনুযায়ী ১৫ই নভেম্বর বাদ মাগরিব কান্দিগাঁও ইউনিয়নে, ১৭ই নভেম্বর বাদ মাগরিব খাদিমনগর ইউনিয়নে, ১৮ই নভেম্বর বিকেল ৪টায় হাটখোলা ও বাদ মাগরিব খাদিমপাড়া ইউনিয়নে, ১৯শে নভেম্বর বিকেট ৩টায় জালালাবাদ ও বাদ মাগরিব টুলটিকর ইউনিয়নে এবং ২০শে নভেম্বর বাদ এশা টুকেরবাজার ইউনিয়নে কর্মীসভা অনুষ্ঠিত হবে।
জরুরি সভার শুরুতে সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল জব্বার বাদশা, জ্যেষ্ঠ সদস্য মো আলাউদ্দিন ও সাবেক মেম্বার মনফর আলীর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
এছাড়া আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মনোনীত হওয়ায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সুরঞ্জিত সেন গুপ্ত ও অ্যাডভোকেট আবু নছরকে, সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজকে, নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমানকে, সিলেটের সাংঠনিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মনোনীত হওয়ায় জাতিসংঘে সাবেক স্থায়ী প্রতিনিধি ড একে আব্দুল মোমেনকে অভিনন্দন জানানো হয়।
Leave a Reply