জকিগঞ্জ প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘর উপহার নিয়ে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার সাংবাদিকের সঙ্গে মতবিনিময় করেছেন।
রবিবার বিকেলে মতবিনিময়কালে ইউএনও জানান, এই পর্যায়ে জকিগঞ্জে ৩৫টি পরিবারের কাছে ঘর হস্তান্তর করা হবে। এর আগে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে উপজেলায় আরও ১৩০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান করা হয়।
তিনি জানান, প্রধানমস্ত্রী ঈদ উপহার হিসাবে আজ মঙ্গলবার, ২৬ এপ্রিল সকাল ১১টায় ভার্চুয়ালি জকিগঞ্জ সহ সারা দেশে ঘর হস্তান্তর করবেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, যুগ্মসম্পাদক রহমত আলী হেলালী, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, নির্বাহী সদস্য আল হাসিব ও ওমর ফারুক।
Leave a Reply