নিজস্ব প্রতিবেদক : ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা’-দেশবাসীকে দেওয়া এ অঙ্গীকার বাস্তবায়নে মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার ৯ আগস্ট সিলেট বিভাগের চার জেলায় মোট ২ হাজার ২৮৭টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমিসহ পাকাঘর উপহার দিচ্ছেন।
এর মধ্য দিয়ে সিলেট জেলার ১৩টি উপরজেলার মধ্যে ৯টিই গৃহহীন ও ভূমিহীন মুক্ত হবে।
এ পর্যায়ে সিলেট জেলায় ৫৫৬টি ‘ক’শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবার এবং বিশেষ বরাদ্দ হিসেবে বিশ্বনাথ উপজেলায় ৪১টি প্রতিবন্ধী পরিবার ঘর পাচ্ছে।
এই ৫৯৭টি ঘরের মধ্যে রয়েছে সিলেট সদর উপজেলায় ১৭৫টি, বালাগঞ্জ উপজেলায় ৪৬টি, বিয়ানীবাজার উপজেলায় ১৮টি, বিশ্বনাথ উপজেলায় ৭১টি, কোম্পানীগঞ্জ উপজেলায় ১৫টি, গোলাপগঞ্জ উপজেলায় ৮৮টি, জকিগঞ্জ উপজেলায় ৩০টি ও ওসমানীনগর উপজেলায় ৩০টি।
এই ঘরগুলো হস্তারের মাধ্যমে প্রধানমন্ত্রী গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, গোয়াইনঘাট, জকিগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন।
উল্লেখ্য, এর আগে জেলার দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়।
এ নিয়ে সিলেট জেলার ১৩টি উপজেলার মধ্যে ৯টিই গৃহহীন ও ভূমিহীন মুক্ত হচ্ছে।
Leave a Reply