এনা, নিউইয়র্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজির (এনওয়াইআইটি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এটুআই প্রকল্প পরিচালক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক কবির বিন আনোয়ার ও এনওয়াইআইটির পক্ষে প্রতিষ্ঠানটির ইনটেরিম প্রেসিডেন্ট রক্ষত সুরেসি এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
নিউইয়র্ক সময় বুধবার বিকেল চারটায় এনওয়াইআইটির প্রশাসনিক ভবনে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এনওয়াইআইটির শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি ব্যবহার করে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের উন্নততর প্রশিক্ষণ, নতুন নতুন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের প্রযুক্তিগত সুবিধা ব্যবহার, এনওয়াইআইটির ফ্যাকাল্টি ও শিক্ষার্থীদের এটুআইর প্রকল্পের কাজের সাথে সম্পৃক্তকরণ এবং প্রতিষ্ঠানটির সহযোগিতা নিয়ে এটুআই গৃহীত কর্মসূচির মূল্যায়ন ছাড়াও তথ্য-প্রযুক্তি ব্যবহার করে আরও উন্নত নাগরিক সেবা প্রদানে এনওয়াইআইটির সুদীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগানোর মতো বিষয়গুলো এই সমঝোতা স্মারকে উল্লেখ রয়েছে।
সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে এনওয়াইআইটি’ ইনটেরিম প্রেসিডেন্ট রক্ষত সুরেসি বলেন, ‘এর মাধ্যমে আমাদের অর্জিত অভিজ্ঞতা বাংলাদেশের শিক্ষা ও তথ্য-প্রযুক্তিগত উন্নয়নে ব্যবহৃত হবে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও বাংলাদেশের জনগণ উপকৃত হবেন।’
এটুআইর প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার বলেন, ‘আমরা পৃথিবীর বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সাথে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য চুক্তি স্বাক্ষর করেছি। এই সমঝোতা স্মারক স্বাক্ষর এরই ধারাবাহিকতা। আমরা সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।’
সমঝোতা স্মারক স্বাক্ষরের আগে প্রতিষ্ঠান দুটির গৃহীত বিভিন্ন পদক্ষেপের উপর পৃথক ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন এনওয়াইআইটির অ্যাকটিং প্রভোস্ট ড লোউ রেইনিস শিক্ষক-প্রশিক্ষণ বিভাগের চেয়ারম্যান ড হুই ইন সু, সহকারী অধ্যাপক ড মিনাজ ফজল, এটুআইর পলিসি এডভাইজার আনির চৌধুরী, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) মো নুর এলাহি মিনা ও এনওয়াইআইটিতে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থী কাজী তারানা।
Leave a Reply