নিজস্ব প্রতিবেদক : ‘মুজিববর্ষে বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবেনা’-প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে সিলেটে দ্বিতীয় পর্যায়ে গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার ভূমিহীন ও গৃহহীন ১১৫টি পরিবার ঘর পাচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে দেশের অন্যান্য উপজেলার সঙ্গে কানাইঘাট উপজেলার ৭৫টি ও গোয়াইঘাট উপজেলার ৪০টি পরিবারকে ১ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে নির্মিত দুটি কক্ষ, একটি টয়লেট, একটি রান্নাঘর ও ইউলিটি স্পেসসহ ৩৯৯ বর্গফুটের একটি ঘর উপহার দেবেন। এজন্যে পরিবার প্রতি ২ শতক জমির বন্দোবস্ত প্রদান, কবুলিয়াত ও নামজারি সম্পাদন এবং ভূমি হস্তান্তর সনদ তৈরি হয়ে গেছে।
শনিবার দুপুরে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেসব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। এসময় উল্লেখ করা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি তখনকার নোয়াখালী (বর্তমান লক্ষীপুর) জেলার চরপুড়াগাছা গ্রাম পরিদর্শনকালে ভূমিহীনদের জন্যে গৃহ নির্মাণের নির্দেশ দিলে গৃহহীনদের জন্যে ঘর নির্মাণ কার্যক্রম শুরু হয়। পরবর্তী সময়ে ১৯৯৭ সালের ২০ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকা সফরকালে গৃহহীন মানুষের দুর্দশা দেখে এসব মানুষকে পুনর্বাসনের নির্দেশ দেন, যার পরিপ্রেক্ষিতে আশ্রয়ণ প্রকল্প শুরু হয়।
প্রেসব্রিফিংয়ে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মামুনুর রশীদ ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসলাম উদ্দিন। এছাড়াও জেলা প্রশাসনের মিডিয়া সেলের দায়িত্বে থাকা সহকারী কমিশনার শামমা লাবিবা অর্ণব উপস্থিত ছিলেন। সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও সহ সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল এবং সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ বছরের ২৩ জানুয়ারি প্রথম পর্যায়ে সিলেট জেলায় ১৪০৬টি ঘর হস্তান্তর করা হয়। এই পর্যায়ের আরো ৭২৪টি ঘর দ্বিতীয় পর্যায়ে হস্তান্তর করা হবে।
আরো জানানো হয়, যেহেতু সিলেট বৃষ্টিবহুল এলাকা। এছাড়া এখানে অকাল বন্যা হানা দেয় বারবার সেহেতু ঘরগুলোকে বৃষ্টি ও বন্যা সহায়ক করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এসময় সাংবাদিক নেতৃবৃন্দ ভূমিকম্পের আশংকার কথা তুলে ধরলে জেলা প্রশাসন থেকে এ ব্যাপারে একমত প্রকাশ করে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
Leave a Reply