NATIONAL
At least five people died after a train rammed a microbus carrying passengers in Munshibazar under Faridpur district
সংবাদ সংক্ষেপ
চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স অনুসরণ করছে : ৫৫ বিজিবির অধিনায়ক ভারতীয় ২ নাগরিক ও সাড়ে ৪৩ লাখ টাকার মালামাল আটক করলো ৪৮ বিজিবি সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ১ হাজার পিস ইয়াবা সহ গ্রেফতার ১ ভ্যাট প্রত্যাহারের দাবিতে নতুনধারা বাংলাদেশের লাল কার্ড প্রদর্শন গোলাপগঞ্জের হেতিমগঞ্জ এলাকায় প্রায় ২২শ পিস ইয়াবা সহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ সুনামগঞ্জে ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসকদের সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত জৈন্তিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ হবিগঞ্জে সামাজিক সংগঠন নাগরিক অধিকারের অভিষেক ও শীতবস্ত্র বিতরণ সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৪৮ বিজিবির অভিযানে ১ কোটি ৩০ লাখ টাকার চোরাচালানী পণ্য আটক নবীগঞ্জের সালামতপুরে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫ জন মৌলভীবাজারে শাহ মোস্তফার (র) ওরসে ভক্ত-আশিকানদের ঢল || শেষ হবে আখেরি মোনাজাতে ডিবির অভিযানে অনলাইন তীর শিলং জুয়া খেলার সামগ্রীসহ ২ জন গ্রেফতার পৌষ সংক্রান্তি উপলক্ষে নবীগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত মেট্রোপলিটন ইউনিভার্সিটির সিএসই সোসাইটির সভাপতি মাহফুজ সম্পাদক জয়নাল হাকিম ফাউন্ডেশন ইউএসএর প্রকাশনা `কোমল স্নেহের পরশ’ গ্রন্থের মোড়ক উম্মোচন গবেষকদের উদ্বুদ্ধ করতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সম্মাননা পদক বিতরণ

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পাচ্ছে কানাইঘাট ও গোয়াইনঘাটের ১১৫ পরিবার

  • শনিবার, ১৯ জুন, ২০২১

নিজস্ব প্রতিবেদক : ‘মুজিববর্ষে বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবেনা’-প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে সিলেটে দ্বিতীয় পর্যায়ে গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার ভূমিহীন ও গৃহহীন ১১৫টি পরিবার ঘর পাচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে দেশের অন্যান্য উপজেলার সঙ্গে কানাইঘাট উপজেলার ৭৫টি ও গোয়াইঘাট উপজেলার ৪০টি পরিবারকে ১ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে নির্মিত দুটি কক্ষ, একটি টয়লেট, একটি রান্নাঘর ও ইউলিটি স্পেসসহ ৩৯৯ বর্গফুটের একটি ঘর উপহার দেবেন। এজন্যে পরিবার প্রতি ২ শতক জমির বন্দোবস্ত প্রদান, কবুলিয়াত ও নামজারি সম্পাদন এবং ভূমি হস্তান্তর সনদ তৈরি হয়ে গেছে।
শনিবার দুপুরে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেসব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। এসময় উল্লেখ করা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি তখনকার নোয়াখালী (বর্তমান লক্ষীপুর) জেলার চরপুড়াগাছা গ্রাম পরিদর্শনকালে ভূমিহীনদের জন্যে গৃহ নির্মাণের নির্দেশ দিলে গৃহহীনদের জন্যে ঘর নির্মাণ কার্যক্রম শুরু হয়। পরবর্তী সময়ে ১৯৯৭ সালের ২০ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকা সফরকালে গৃহহীন মানুষের দুর্দশা দেখে এসব মানুষকে পুনর্বাসনের নির্দেশ দেন, যার পরিপ্রেক্ষিতে আশ্রয়ণ প্রকল্প শুরু হয়।
প্রেসব্রিফিংয়ে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মামুনুর রশীদ ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসলাম উদ্দিন। এছাড়াও জেলা প্রশাসনের মিডিয়া সেলের দায়িত্বে থাকা সহকারী কমিশনার শামমা লাবিবা অর্ণব উপস্থিত ছিলেন। সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও সহ সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল এবং সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ বছরের ২৩ জানুয়ারি প্রথম পর্যায়ে সিলেট জেলায় ১৪০৬টি ঘর হস্তান্তর করা হয়। এই পর্যায়ের আরো ৭২৪টি ঘর দ্বিতীয় পর্যায়ে হস্তান্তর করা হবে।
আরো জানানো হয়, যেহেতু সিলেট বৃষ্টিবহুল এলাকা। এছাড়া এখানে অকাল বন্যা হানা দেয় বারবার সেহেতু ঘরগুলোকে বৃষ্টি ও বন্যা সহায়ক করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এসময় সাংবাদিক নেতৃবৃন্দ ভূমিকম্পের আশংকার কথা তুলে ধরলে জেলা প্রশাসন থেকে এ ব্যাপারে একমত প্রকাশ করে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More

লাইক দিন সঙ্গে থাকুন

স্বত্ব : খবরসবর ডট কম
Design & Developed by Web Nest