সুনামগঞ্জ প্রতিনিধি : করোনাকালীন ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সুনামগঞ্জ জেলা পরিষদ ৫ শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে।
বৃহস্পতিবার সকালে ঝেলা স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রত্যেককে ৫ কেজি চাল, ১ লিটার তেল, ৩ কেজি আলু, দুধ ও সেমাই দেওয়া হয়।
উপহারসামগ্রী বিতরণ করেন, সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দা শমসাদ বেগম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজাদুল ইসলাম রতন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, আওয়ামী লীগ নেতা যথীন্দ্র মোহন তালুকদার, জেলা ছাত্রলীগ নেতা শামসুল আবেদীন রাজন ও জেলা পরিষদের কর্মকর্তা মো আজাদ মিয়া।
Leave a Reply