নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্পের আওতায় প্রথম ধাপে সিলেট জেলায় ১৪০৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবার ‘স্বপ্ননীড়’ পেয়েছে।
শনিবার প্রধানমন্ত্রী এই প্রকেল্পর উদ্বোধনের পর আনুষ্ঠানিকভাবে বিভিন্ন উপজেলায় গৃহহীনদের হাতে ঘরের চাবি ও জমির কাগজ বুঝিয়ে দেওয়া হয়।
সিলেট সদর উপজেলায় এই ঘর হস্তান্তর উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সকালে উপস্থিত ছিলেন, পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন। এছাড়াও উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আফসর আহমদ ও মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি।
দুই শতক জমির উপর আধাপাকা ঘরে দু’টি কক্ষ, একটি বারান্দা, একটি রান্নাঘর ও একটি বাথরুম রয়েছে। প্রতিটি ঘর নির্মাণে খরচ হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। এছাড়া আসবাবপত্র বহনের জন্য আরও ৪ হাজার টাকা করে প্রতিটি পরিবারকে দেওয়া হচ্ছে।
Leave a Reply