লাখাই প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলায় করোনা পরিস্থিতিতে কর্মহীন মানুষের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ২ হাজার ৫শ টাকা পাওয়ার যোগ্যদের তালিকা তৈরিতে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ উঠেছে, উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের ৩০৬ জন সুবিধাভোগীর নামে ৪টি মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে। একই পরিবারের ৬ জনের নামও এসেছে তালিকায়। এছাড়া বুল্লা ইউনিয়ন পরিষদের এক মেম্বারের মোবাইল নম্বর ১৮ জন সুবিধাভোগীর নামের বিপরীতে বসানো হয়েছে।
আরো অভিযোগ পাওয়া গেছে, প্রতিটি ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক ত্রাণ কমিটি গঠন করে নামতালিকা করার কথা থাকলেও ইউপি সদস্যরা তা না করে নিজেদের আত্মীয়স্বজন ও নিজস্ব বলয়ের লোকদের মাধ্যমে তালিকা তৈরি করে নিয়েছেন।
এব্যাপারে মুড়িয়াউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাই জানান, ৪টি মোবাইল নম্বরের একটি তার ভাতিজার এবং তিনটি অন্য এক জনপ্রতিনিধির।
লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং জানান, তালিকায় কিছু ক্রটি বিচ্যুতির অভিযোগ পাওয়ায় শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে সংশোধন করে নতুন তালিকা প্রকাশ করা হবে।
Leave a Reply