সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে ৩০০ কর্মহীন পরিবারের লোকজনের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন, জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল, ১০ কেজি চালসহ ডাল, তেল, চিনি, আলু, লবন ও সেমাই।
এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, এনডিসি রিফাতুল হক ও সহকারী কমিশনার শাহরিয়ার।
জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেন করোনাকালে কর্মহীন বিভিন্ন শ্রেণির মানুষকে সবধরনের সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দেন।
Leave a Reply