নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নে ৪৬১ জন প্রতিবন্ধী ও তাদের পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিকট থেকে ঈদ উপহার পেয়েছে।
সিলেটের বিভাগীয় কমিশনার মো মশিউর রহমান এনডিসি বৃহস্পতিবার তাদের কাছে এই উপহার হিসেবে নগদ টাকা, শাড়ি, লুঙ্গি ও খাদ্যসামগ্রী পৌঁছে দেন।
এসময় তিনি বলেন, প্রতিবন্ধীরা কোন বোঝা নয়। কোনভাবেই তাদেরকে অবহেলা করা যাবেনা। তাদের মেধা বিকাশে সবধরনের সহযোগিতা করতে হবে। কোন শিক্ষক প্রতিবন্ধী শিশুকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি না করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।
আরো বক্তব্য রাখেন, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন, বিশ্বনাথ উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম নুনু মিয়া ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো কামরুজ্জামান, শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আমির আলী ও রামপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর প্রমুখ।
ছবি : মিয়াদ আহমদ।
Leave a Reply