সিলেট জেলার অতিরিক্ত পিপি ও জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম বলেছেন, হাওরবাসীর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রধানমন্ত্রী সুনামগঞ্জ আসছেন। সুনামগঞ্জবাসীর প্রতি যে সহানুভূতি ও মমত্ববোধ দেখিয়ে শেখ হাসিনা আসছেন তার জন্য হাওরবাসী তার প্রতি কৃতজ্ঞ থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতিবাজদের কোনো ছাড় দেবেন না।
প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ আগমন উপলক্ষে হাওর উন্নয়ন পরিষদ সিলেট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে সুনামগঞ্জবাসীর প্রতি আহবান জানান।
হাওর উন্নয়ন পরিষদ সিলেট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালেদ মিয়ার সভাপতিত্বে ও সহ সভাপতি রওশন জলিল কোরেশীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, মহানগর তাঁতী লীগের সাধারণ সম্পাদক নোমান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো জাহাঙ্গীর আলম, বিজিত লাল দাস, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহ আলম, মো হুমায়ুন রশিদ শাহীন, দফতর সম্পাদক ইউসুফ সেলু, বাদল পুরকায়স্থ, মামুন চৌধুরী, মামুনুর রশিদ, সাদী মোহাম্মদ তারেক, আলী হায়দার, আনিসুর রহমান খান আকাশ, মো জাহেদ হাসান, শিপন মিয়া, তুহিন চৌধুরী, মো হাবিবুর রহমান, সত্যজিত দাস প্রমুখ।
Leave a Reply