আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমন উপলক্ষে শনিবার সিলেট জেলা ও মহানগর যুবলীগের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে।
মহানগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে সকাল ৯টায় যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সভাপতি উমর ফারুক চৌধুরী। প্রধান বক্তা থাকবেন সাধারণ সম্পাদক মো হারুনুর রশীদ। অতিথি থাকবেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট বেলাল হোসাইন ও ড আহমেদ আল কবীর এবং সিলেট বিভাগ যুবলীগের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ফয়জুল হক আতিক। এছাড়াও সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সিলেট বিভাগের সকল জেলা ও পৌর যুবলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আহবায়কবৃন্দ উপস্থিত থাকবেন।
প্রতিনিধি সভা চলাকালে যুবলীগ চেয়ারম্যানের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু পরিবার প্রসঙ্গ এবং বাংলাদেশী হিসেবে বহির্বিশ্বে বিভিন্ন সময়ে পুরস্কারপ্রাপ্ত কৃতি বাংলাদেশীদের অবদানের উপর সম্পাদিত শতাধিক বইয়ের প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
Leave a Reply