প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমন উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ সিলেট মহানগর আহবায়ক কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ। বক্তব্য রাখেন মহানগর শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক এম শাহরিয়ার কবির সেলিম, ফরহাদ আহমদ, শেখ তোফায়েল আহমদ সেপুল, সহ সভাপতি আব্দুল জলিল ও সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো মকবুল হোসেন খান। পরিচালনায় ছিলেন সদস্য সচিব জাকারিয়া আহমদ টিপু।
প্রস্তুতি সভায় ১৮ই নভেম্বর কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষে জেলা পরিষদে আলোচনা সভায় যোগদান, ১৯শে নভেম্বর সকাল ১১টায় বিটিসিএল চত্বরে বর্ধিত সভা ও ২২শে নভেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার মিছিলে যোগ দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Leave a Reply