সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ৩শ ৪৭টি মসজিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব তহবিলের অনুদান পেয়েছে।
করোনা পরিস্থিতিতে ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন সুনামগঞ্জ পৌরসভার ৬০টি ও সদর উপজেলার ৯টি ইউনিয়নের ২৮৭টি মসজিদকে ৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণে এসব মসজিদ কর্তৃপক্ষের হাতে চেক তুলে দেন, জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া।
Leave a Reply