মাধবপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে হবিগঞ্জের মাধবপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক সহ শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানের সঞ্চালনায় এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, অন্যতম নেতা শাহ সেলিম, মাধব রায়, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মো আপন মিয়া ও যুবলীগ সভাপতি ফারুক পাঠান।
Leave a Reply