সুনামগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জ জেলা আওয়োমী লীগের বিবদমান দু’টি পক্ষই আলাদা আলাদাভাবে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও জেলা পরিষদের প্রশাসক নূরুল হুদা মুকুটের নেতৃত্বে শহরের রমিজ বিপণিতে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন।
পরে জেলা কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করা হয়। নূরুল হুদা মুকুটের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, সহসভাপতি মো আবুল কাশেম, যুগ্মসাধারণ সম্পাদক ও ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, জুনেদ আহমদ এবং কৃষি বিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল।
অপরদিকে সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের উকিলপাড়ার কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহ্য জাদুঘরের সামনে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, দলের জেলা সাধারণ সম্পাদক ব্যরিস্টার এম এনামুল কবির ইমন, সহসভাপতি নোমান বখত পলিন, খায়রুল কবির রুমেন, যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট নান্টু রায় ও অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন।
Leave a Reply