প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুণ্যভূমি সিলেটে ২০ ডিসেম্বর শুভাগমন উপলক্ষ্যে সিলেট মহানগর আওয়ামী লীগ স্বাগত মিছিল করেছে।
মঙ্গলবার, ১৯ ডিসেম্বর (৪ পৌষ) দুপুর ১২টায় সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে রেজিস্ট্রারি মাঠ থেকে মিছিলটি বের হয়ে বন্দরবাজার কামরান চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ও সিলেট-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী ড এ কে আব্দুল মোমেন।
মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়জুল আনোয়ার আলাওরের সভাপতিত্বে ও যুগ্মসাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রীর সহধর্মিণী, মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা মোমেন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিজিত চৌধুরী, অ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মো সানাওর, জগদীশ চন্দ্র দাস, যুগ্মসাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক ডা আরমান আহমদ শিপলু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, এাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মখলিছুর রহমান কামরান, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজাহার উদ্দিন জাহাঙ্গীর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহিউদ্দিন লোকমান, মহিলা বিষয়ক সম্পাদক আসমা বেগম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবের খান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম আহমদ সেলিম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ইলিয়াছুর রহমান ইলিয়াছ, শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা মোহাম্মদ হোসেন রবিন, উপদপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহপ্রচার সম্পাদক সোয়েব আহমদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply