নিজস্ব প্রতিবেদক : ‘মুক্তিযুদ্ধের চেতনা বস্তবায়নই আমাদের অঙ্গীকার’ এই স্লোগান নিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করেছে।
শনিবার বিকেলে জিন্দাবাজারে মুক্তিযোদ্ধা ভবন থেকে শোভাযাত্রাটি বের হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা অংশ নেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল ও মহানগর ডেপুটি কমান্ডার আব্দুল খালিক।
Leave a Reply