নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফরকে স্বাগত জানিয়ে মদন মোহন কলেজ ছাত্রলীগ আনন্দ মিছিল করেছে।
শনিবার বিকেলে আনন্দ মিছিলটি মদন মোহন কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি আলিয়া মাদরাসা মাঠে গিয়ে শেষ হয়।
আনন্দ মিছিলে অংশ নেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক সুজাত আলী রফিক, মহানগর দফতর সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম, উপ দফতর সম্পাদক বিধান কুমার সাহা, মদন মোহন কলেজ ছাত্রলীগ সভাপতি অরুণ দেবনাথ ও মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমরান হাসান।
Leave a Reply