বিশ্বনাথ প্রতিনিধি : আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমনকে স্বাগত জানিয়ে সহযোগী সংগঠন সহ প্রচার মিছিল করেছে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ।
সোমবার বিকেলে বিশ্বনাথ পুরান বাজারের আল-হেরা শপিং সিটির সামনে থেকে বিশাল প্রচার মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসিয়া সেতুতে গিয়ে সমাপ্ত হয়।
পরে সেখানে এক পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি পংকি খান। এ সময় সাবেক সহ সভাপতি সমছু মিয়া, সাবেক যুগ্ম সম্পাদক মো আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আমির আলী, প্রচার সম্পাদক নিখিল পাল, সহ দফতর সম্পাদক তপন দাশ, শিক্ষা সম্পাদক জয়ন্ত আচার্য্য, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, রামপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাভোকেট মোহাম্মদ আলমগীর, সাবেক চেয়ারম্যান আনোয়ার খান, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুফি সামছুল ইসলাম, সাধারণ সম্পাদক মহব্বত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply