নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফরকে স্বাগত জানিয়ে আয়োজিত পথসভা থেকে হাওর বিয়ষক মন্ত্রণালয় গঠনের দাবিতে জানানো হয়েছে।
শনিবার সকালে সিলেট মহানগরীর কোর্ট পয়েন্টে হাওর উন্নয়ন পরিষদ এই পথসভার আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ। বিশেষ অতিথি ছিলেন বাংলা মিডিয়া গ্রুপের চেয়ারম্যান জ্যেষ্ঠ সাংবাদিক আল-আজাদ, বাংলাদেশ মানবাধিকার কমিশনের বিভাগীয় গভর্নর ড আর কে ধর, ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল ও সিলেটের অতিরিক্ত পিপি শামসুল ইসলাম। সভাপতিত্ব করেন হাওর উন্নয়ন পরিষদের আহ্বায়ক মনোরঞ্জন তালুকদার। সংগঠনের সদস্য সচিব খালেদ মিয়ার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক এনামুল হক লিলু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, জাদুশিল্পী মো বেলাল উদ্দিন, অধ্যাপক ইসলাম উদ্দিন, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ সম্পাদক মাসুদ কামাল সুফি, শফিকুর রহমান শফিক, জাহাঙ্গীর আলম, তাপস কর্মকার, মানবাধিকার কর্মী আছাদুজ্জামান, অধ্যাপক নূর উদ্দিন খান, প্রদীপ দে, রাজিউল ইসলাম তালুকদার রাজু, মো ফয়ছল আহমদ, রূপক রায়, ইউসুফ সেলু, আলী মোস্তফা সরকার, আজমল আলী, আমীর হোসেন, শাহরিয়ার কবির চৌধুরী, মেহেদি হাসান রাজ্জাক, আওলাদুর রহমান, মহিম উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, হাওর এলাকা প্রাকৃতিক দিক থেকে দেশের অন্যান্য এলাকা থেকে আলাদা। এখানকার মানুষের জীবনযাত্রাও আলাদা। মাছ, ধান ও পাথর সম্পদে সমৃদ্ধ এই এলাকা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
তারা বলেন, হাওর বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হলে যেমনি এলাকার উন্নয়ন হবে তেমনি হাওর পাড়ের মানুষ দেশের চলমান উন্নয়ন ধারায় আরো বেশি অবদান রাখার সুযোগ পাবেন।
প্রধান অতিথির বক্তৃতায় অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওর অঞ্চল সহ পুরো সিলেট অঞ্চলের উন্নয়নে নিজেই উদ্যোগ নেন-বাস্তবায়ন করেন। কারণ বঙ্গবন্ধুর মতোই বঙ্গবন্ধু কন্যা সিলেটবাসীকে অত্যন্ত ভালবাসেন।
তিনি হাওর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন।
পরে প্রধানমন্ত্রীকে সিলেটে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
Leave a Reply